দুবাইয়ে এশিয়া কাপ ঘিরে ইতোমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শনিবার আইসিসি একাডেমিতে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান, তবে শুধু অনুশীলনের মাঠে। ভারতীয় দল তখন প্রায় তিন ঘণ্টার নিবিড় অনুশীলনে ব্যস্ত, আর পাকিস্তানও হাজির হয় নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সেরে নিতে। দর্শক-সাংবাদিকদের কৌতূহল ছিল, দুই দলের খেলোয়াড়রা কি শুভেচ্ছা বিনিময় করবেন? কিন্তু সেই সুযোগ আসেনি। উভয় দলই নিজেদের রুটিন মেনে অনুশীলন চালিয়েছে বলে জানিয়েছে ইএসপিএনক্রিকিনফো। ভারতের অনুশীলনে শুরুতে ব্যাটসম্যানরা দীর্ঘ সময় ব্যাটিং করেন। এরপর অলরাউন্ডাররা রেঞ্জ হিটিংয়ে মন দেন। জিতেশ শর্মা উইকেটকিপার পজিশনে সঞ্জু স্যামসনের তুলনায় এগিয়ে আছেন বলে ইঙ্গিত মিলেছে, কারণ তিনি নেটে লম্বা সময় ব্যাট করেছেন এবং কোচ গৌতম গম্ভীরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। স্যামসন অবশ্য পরে এসে জোরালো ব্যাটিং করেন। শুবমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মারা বুমরাহ-অর্শদীপ-হার্দিকদের...