পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলাশয় পুনরুদ্ধার করা কঠিন কাজ নয়। জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে বলে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার ও সম্ভাবনা’ শীর্ষক নগর সংলাপ এবং বেস্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। জলাশয় বাঁচলে ঢাকা বাঁচবে, জলাধার পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই— উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, ঢাকার খালগুলো পুনরুদ্ধারের যে কাজ শুরু হয়েছে তার সুফল পাচ্ছে ঢাকাবাসী। বিগত বছরগুলোর তুলনায় এবার বর্ষা মৌসুমে ঢাকার জলাবদ্ধতা কম ছিল। আইনি কাঠামো, রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সহযোগিতা থাকলে এ সংকট দূর করা সম্ভব। উপদেষ্টা জানান, ঢাকার জেলা প্রশাসককে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে ৪০টি পুকুর পুনরুদ্ধারের জন্য অর্থ...