ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা রেজাউল করিম বলেছেন, আগে সংস্কার এবং দৃশ্যমান বিচার নিশ্চিত করার পরই একটি সুন্দর জাতীয় নির্বাচন দিতে হবে। মৌলিক সংস্কার না হলে, আগের মতো যেনতেন একটা নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ সুন্দর হবে না। এতে দেশের মানুষ মুক্তি পাবে না এবং জনগণের কোনো কল্যাণও আসবে না।শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক গণসমাবেশে যোগ দিতে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ওয়াদা দৃশ্যমান দেখালে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলেও আমাদের কোনো সমস্যা নেই। যারা তাড়াহুড়ো করে নির্বাচন চায়, তারা বলছে আমরা নির্বাচন পেছাতে চাই কিংবা আমরা নির্বাচন চাই না। আসলে বাস্তবতা এটা না। বাস্তবতা হলো, আমরাও নির্বাচন চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান আমাদের কাছে যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা...