মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শের মূল্যায়নে বলেছিলেন, ‘নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতের ইসলামও ইসলাম নয়, এটি আসলে মওদুদীবাদ। ’ অন্যান্য ইসলামী দলও জামায়াতকে ইতিবাচকভাবে দেখে না। সৈয়দ আবুল আলা মওদুদী গণতন্ত্র সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘গণতন্ত্র বিষাক্ত দুধের মাখনের মতো। ’ (সিয়াশি কাশমাকাস, তৃতীয় খণ্ড, পৃ. ১৭৭) এজন্য তিনি ‘রাসায়েল ও মাসায়েল’ গ্রন্থে উল্লেখ করেন, ‘গণতন্ত্রের মাধ্যমে কোনো সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া ইসলাম অনুযায়ী হারাম। ’ (প্রথম সংস্করণ, পৃ. ৪৫০) জামায়াতে ইসলামী বলে, কোরআন-সুন্নাহভিত্তিক সমাজ গঠন, শরিয়াহর প্রয়োগ এবং মানবতার কল্যাণে নেতৃত্ব প্রদানই তাদের মূল লক্ষ্য। কিন্তু সব সময় তাদের নীতি ও কর্মকাণ্ডে এমন সব বৈপরীত্য দেখা গেছে, যা ইসলামপন্থী দাবির সঙ্গেও সাংঘর্ষিক। বিশ্বায়নের এই সময়েও জামায়াত তাদের এই রাজনৈতিক দ্বিচারিতা...