ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছে পর্তুগাল। 'এফ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার (৬ সেপ্টেম্বর) আর্মেনিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে তারা। পর্তুগালের এই দাপুটে জয়ে অগ্রণী ভূমিকা পালন করেন তাদের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি একাই দুটি গোল করেছেন। এই ম্যাচটি ছিল পর্তুগালের সদ্যপ্রয়াত তারকা ফুটবলার দিওগো জোটার প্রতি উৎসর্গীকৃত, যার সম্মানে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। ম্যাচের শুরু থেকেই পর্তুগাল নিজেদের আধিপত্য বিস্তার করে। আর্মেনিয়ার রক্ষণভাগকে কোণঠাসা করে একের পর এক আক্রমণে যেতে থাকে তারা। ম্যাচের ১০ম মিনিটেই পর্তুগালকে লিড এনে দেন জোয়াও ফেলিক্স। জোয়াও ক্যান্সেলোর নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে তিনি গোলটি করেন। এরপর শুরু হয় রোনালদোর জাদু। ২১তম মিনিটে পেদ্রো নেতো'র কাছ থেকে পাওয়া একটি দুর্দান্ত ক্রসকে এক টাচে গোলে পরিণত করে...