০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম গাইবান্ধার সাদুল্লাপুরে বাঁশ ঝাড়ের জঙ্গল থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের প্রামাণিকের জঙ্গলে ভর্তি একটি বাঁশ ঝাড়ের শুকনো নালা থেকে ৭৫ ঊর্ধ্ব বৃদ্ধার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মমতাজ বেগম হাসানপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ মুন্সির স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়,গত ৫ সেপ্টেম্বর শুক্রবার নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন মমতাজ বেগম।এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নেন। এমত অবস্থায় শনিবার দুপুরে বাড়ি পাশের জঙ্গলে ভর্তি একটি বাঁশ ঝাড়ের শুকনো নালা থেকে বৃদ্ধার অর্ধগলিত মৃতদেহ দেখতে পান তার ছেলে। ঘটনাটি লোক মুখে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনা স্থল থেকে মুখ থ্যাতলানো এবং গলায়...