শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভাষা সংগ্রামী আহমদ রফিককে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৯টার পরে এই ভাষা সংগ্রামীকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম। তিনি বলেন, "স্যার তো হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন। একটু ভালো হওয়ায় শুক্রবার সকালে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছিল। আজ সকাল থেকে শরীর আবার খারাপ করে। পরে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন হাসপাতালেই আছেন।” ৯৬ বছর বয়সী আহমদ রফিক বেশ কিছুদিন থেকে অসুস্থ। নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। মেরুদণ্ডে চিড় নিয়ে অনেকটাই অচল, ঘরের বাইরে কোথাও তেমন যান না। বাঙালির বড় অর্জন ভাষা আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে ওই সময় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আহমদ রফিকের নাম। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রক্ত দিয়ে মায়ের ভাষার অধিকার...