নারায়ণগঞ্জের রূপগঞ্জে শনিবার রাত সাড়ে আটটার দিকে তারাবো পৌরসভার খাদুন এলাকায় গোলজার ভুইয়ার মালিকানাধীন একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে কাঁচপুর মডেল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনের মালিক গোলজার ভুইয়া জানান, অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ঝুট মালামাল পুড়ে ছাই হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারের সদস্য আরিফ জানান, আগুনের ঘটনা সাড়ে আটটার দিকে ঘটেছে। পরে তিনি ৯৯৯-এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেন। ঘটনার সময় গোডাউনে কেউ ছিলেন না। আশেপাশে কোনো বসতবাড়ি বা মিল-ফ্যাক্টরি না থাকার কারণে কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতি হয়নি। আরিফের আঙ্কেল জানিয়েছেন, প্রায়...