যুক্তরাষ্ট্র ভ্রমণে চলতি মাসের শেষ দিকে বিদেশিদের জন্য ফি বাড়ানো হচ্ছে । প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’-এর অধীনে ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতাভুক্ত দেশগুলোর নাগরিকদের ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) ফি ২১ ডলার থেকে প্রায় দ্বিগুণ বেড়ে ৩০ সেপ্টেম্বর থেকে হবে ৪০ ডলার। এই তালিকায় রয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল এবং ইউরোপের বেশিরভাগ দেশসহ মধ্যপ্রাচ্যের কাতারও। বর্তমানে ৪০টিরও বেশি দেশ এই প্রোগ্রামের আওতায় রয়েছে। এছাড়া, স্থলপথে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের ক্ষেত্রেও বাড়ছে ফি। এখন যেখানে আই-৯৪ আগমন/বিদায় রেকর্ড-এর জন্য দিতে হয় ৬ ডলার, সেটি মাস শেষে হয়ে যাবে ৩০ ডলার। চীনা ভ্রমণকারীদের জন্য চালু হচ্ছে নতুন আরেকটি নিয়ম। তাদের ইলেকট্রনিক ভিসা আপডেট সিস্টেমে নাম অন্তর্ভুক্ত করতে দিতে হবে ৩০ ডলার। আরও একটি নতুন ফি আসছে শিগগিরই—‘ভিসা ইন্টেগ্রিটি ফি’, যা...