পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম।শনিবার (০৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মুক্তমঞ্চে আয়োজিত উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বিলম্বিত কিংবা বানচালে একটি মহল নানা ষড়যন্ত্র করছে। তাতে কোনো লাভ হবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ, মানুষ অত্যন্ত সচেতন ও সজাগ। তারা ভোট দিতে উন্মুখ হয়ে আছে।সেলিমুজ্জামান সেলিম বলেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকার গত সতেরো বছর মানুষের ভোটাধিকার হরণ করেছিল। পরিবর্তিত পরিস্থিতিতে তারা এখন নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কাশিয়ানীর মানুষ ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থীর জয় নিশ্চিত করতে উন্মুখ হয়ে রয়েছে। একই সঙ্গে তারা...