জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করার প্রতিবাদ জানিয়েছে `সম্প্রীতির ঐক্য'। ভোটের পাঁচ দিন আগে এসে এমন সিদ্ধান্তকে ‘অবৈধ, নিয়মবহির্ভূত ও ষড়যন্ত্রমূলক’ বলে অভিহিত করেছেন প্যানেলটির প্রার্থীরা। শনিবার নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপনে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের ঘোষণা দেয়। নাম প্রকাশ না করার শর্তে সিন্ডিকেটের এক সদস্য বলেন, “গত বৃহস্পতিবার সিন্ডিকেটে এই সিদ্ধান্ত হয়েছে। ১১ অগাস্ট অমর্ত্য যখন মাস্টার্স প্রোগ্রামে আবেদন করেন, তখন একাডেমিক কাউন্সিল ও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর দেখতে পায়, তিনি স্নাতক ডিগ্রি শেষ করতে পারেননি। “স্নাতক চূড়ান্ত পরীক্ষা ৪০৮ নম্বর কোর্সে তিনি দুইবার অকৃতকার্য হয়েছেন। একাডেমিক কাউন্সিল তাকে বিশেষ বিবেচনায় বিশেষ পরীক্ষার সুপারিশ করেছে। এ ধরনের শিক্ষার্থীদের অনিয়মিত ধরা হয়। আমরা নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি।” নির্বাচনী গঠনতন্ত্রের ৪ নাম্বার ধারায় বলা...