নোয়াখালীর আজগর হোসেনের গল্পটা ঠিক যেন বলিউডের ‘ডাংকি’ সিনেমার শাহরুখ খানদের ‘ডাংকি মেরে’ যুক্তরাষ্ট্র যাত্রার মতো। ঢাকা থেকে উড়োজাহাজে ব্রাজিল গিয়ে সেখান থেকে তিন মাস ধরে বলিভিয়া, কোস্টারিকা, পানামার পাহাড়-জঙ্গল আর ভয়ঙ্কর ‘ডারিয়েন গ্যাপ’ পেরিয়ে স্বপ্নের যুক্তরাষ্ট্রের মাটিতে পৌঁছাতে পেরেছিলেন আজগররা। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি। অবৈধ অভিবাসনের দায়ে ধরা পড়েন তারা। শেষমেষ টাকা পয়সা খুইয়ে শেকলবন্দি আর হাতকড়া পরে অপরাধীর বেশে দেশে ফিরতে হয়েছে তাদের। উড়োজাহাজে করে পাঁচ দিনের দীর্ঘ ভ্রমণ শেষে ঢাকায় নামিয়ে দিয়ে গেছে মার্কিন কর্তৃপক্ষ। রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত বৃহস্পতিবার রাতে নামে একটি ভাড়া করা বোয়িং ৭৭৭। ওই উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয় অবৈধ অভিবাসনের দায়ে যুক্তরাষ্ট্রে ধরা পড়া নি:স্ব, অপমানিত ৩০ জন বাংলাদেশিকে। উড়োজাহাজটিতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢুকে পড়া বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন,...