জাতীয় দলের জার্সি গায়ে তুললেই গোল করার ধারা নিখুঁত ফিনিশিংয়ে ধরে রাখলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পরে করলেন আরেকটি দৃষ্টিনন্দন গোল। দুবার জালে বল পাঠালেন জোয়াও ফেলিক্সও। শক্তিতে অনেক পিছিয়ে থাকা দল আর্মেনিয়াকে গোলবন্যায় ভাসাল পর্তুগাল। প্রতিপক্ষের মাঠে শনিবার ৫-০ গোলে জিতে বিশ্বকাপ বাছাইয়ে যাত্রা শুরু করল রবের্তো মার্তিনেসের দল। তাদের অন্য গোলটি করেন জোয়াও কান্সেলো। ‘এফ’ গ্রুপের ম্যাচটিতে অধিকাংশ সময় পজেশন রেখে আক্রমণ চালিয়ে যায় ফিফা র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থাকা পর্তুগাল, গোলের উদ্দেশ্যে ২৪টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতে শেষ আধা ঘণ্টায় কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা র্যাঙ্কিংয়ের ১০৫ নম্বর দল আর্মেনিয়া সাত শট নিয়ে তিনটি রাখতে পারে লক্ষ্যে। ক্লাব আল নাস্রের হয়ে লিগ অভিষেকে হ্যাটট্রিকের আলো ছড়ানোর সাত দিন পর, জাতীয় দলের হয়ে মাঠে নেমে দশম মিনিটেই...