কবরে আগুন দেওয়ার ঘটনা নতুন নয়। প্রয়াত সংসদ সদস্য, জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদলের কবর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছিল গত বছর ১৭ সেপ্টেম্বর, চট্টগ্রামের বোয়ালখালীতে। তবে কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনাটা নতুন, বাদলের কবরে আগুন দেওয়ার এক বছর পূর্ণ হওয়ার মাত্র কয়েকদিন আগে গত ৫ সেপ্টেম্বর এমন একটি ঘটনা ঘটল রাজবাড়ীর গোয়ালন্দে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এতসব মব হয়েছে, মব ভায়োলেন্সে মানুষ আর বিচলিত বোধ করে না। প্রায় সব ঘটনার পরই সরকারের পক্ষে বিবৃতি দিয়ে দায় সারা হয়েছে, ফলে এটাকে সরকারের রুটিন কাজ বলেই ধরে নিয়ে মবকে মেনে নিয়েছে। তবে এবার মানুষ হতচকিত হয়ে পড়েছে, রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র কবর ও দরবার শরিফে হামলায় হতাহতের ঘটনায়ও হয়তো এতটা হতচকিত হতো না,...