জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমানকে ঢাকার আদালত থেকে কিশোরগঞ্জ কারাগারে ফেরত নেওয়ার সময় ‘অনৈতিক সুবিধা’ নেওয়ার অভিযোগে পুলিশের ১১ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একজন এসআইসহ ১০ জন কনস্টেবলের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার তথ্য শনিবার রাতে দিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। তিনি বলেন, “আমাদের যেকোন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, এটাও তেমনি।” সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হচ্ছেন- এসআই আবুল কাশেম, কনস্টেবল মনিরুজ্জামান, মো. কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, মো. রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভির রহমান, মো. আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস। পুলিশের এ বিষয়ক তদন্ত কমিটির প্রতিবেদনে গত ১২ অগাস্টের এ ঘটনায় তাদের বিরুদ্ধে ‘উৎকোচ গ্রহণসহ’ বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থি কাজের জন্য...