০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ পিএম চট্টগ্রামের অভিজাত হোটেল রেডিসন ব্লু বে ভিউ–তে রঙ, সুর আর সৃষ্টিশীলতার এক অনন্য সম্মিলনে অনুষ্ঠিত হলো “Gmit presents স্টার ফেয়ার ফ্যাশন ফ্রিকোয়েন্সি ২০২৫ – সিজন থ্রি”, পাওয়ার্ড বাই নিমবা। সেপ্টেম্বরের প্রথম সন্ধ্যায় তারকাদের উপস্থিতি আর আলোকোজ্জ্বল সাজে যেন বদলে গেল হোটেল প্রাঙ্গণ। অনুষ্ঠানের উদ্বোধন করেন খ্যাতিমান চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, যিনি এই উদ্যোগকে চট্টগ্রামের ফ্যাশন ও সংস্কৃতি অঙ্গনের জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমআইটি চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী। দ্যা ডেইলি পিপলস টাইমস এডিটর ওসমান গনি। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন আজিজুর রহমান । নিম্বা আয়ুর্বেদিক গ্রুপের চেয়ারম্যান তাহমিনা আক্তার। স্টার ফেয়ারের প্রধান...