জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাত্র ৮০ রানে অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা। শনিবার (৬ সেপ্টেম্বর) হারারেতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কান ব্যাটাররা। ১৭.৪ ওভার ব্যাট করে ৮০ রানেই থামে সফরকারীদের ইনিংস। হারারাতে এদিন টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দলীয় ৩৮ রানের মধ্যেই ফিরে যান শ্রীলঙ্কার পাঁচ ব্যাটার। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্লেসিং মুজারাবানির শিকার হয়ে ফেরেন কুশল মেন্ডিস। ৩ বল খেলে মাত্র ১ রান করে ফেরেন এই ইনফর্ম ব্যাটার। ইনিংসের চতুর্থ ওভারে ব্রাড ইভানসের শিকার হয়ে ফেরেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। ৮ বল খেলে ৮ রান করেন এই মারকুটে ব্যাটার। এরপর পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ওভারে একে একে ফিরে যান নুয়ান্দু ফার্নান্দো, কামিল মিশরা ও কামিন্দু মেন্ডিস।...