চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল ধাক্কায় দুর্ঘটনায় বোরহান উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার দশানী বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতের বাড়ি মোহনপুর গ্রামে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গোপালকান্দি গ্রামের ইশান (১৯) গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। একই গ্রামের আরও দুই তরুণ হাসান (১৬) ও সাফায়েত (১৬) আহত হয়েছেন। স্থানীয়রা জানান, মোহনপুর থেকে গোপালকান্দি গ্রামের উদ্দেশ্যে ফেরার পথে দশানী বেড়িবাঁধ এলাকায় হঠাৎ বৃদ্ধ বোরহান উদ্দিনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার মৃত্যু...