অবশেষে চলমান শ্রীলঙ্কা সিরিজে জয়ের দেখা পেল জিম্বাবুয়ে। শুরুতে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচে জিততে জিততেও হেরে যায় স্বাগতিকরা। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জয়ের সুযোগ তৈরি করে হেরে যায় তারা। অবশেষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এসে জোয়ার থেকে পেল সিকান্দার রাজার দল। শনিবার (৬ সেপ্টেম্বর) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ৮০ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ১৪.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সিকান্দার রাজার দল। এদিন ৩৪ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ের মধ্য দিয়ে একটি রেকর্ডও করেছে তারা। টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে এটি তাদের সবচেয়ে দ্রুততম জয়। এর আগে রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০১৯ সালে ব্রিডিতে আইরিশদের...