র্যাঙ্কিং ও শক্তিমত্তায় দুই দলের পার্থক্য ফুটে উঠল মাঠের পারফরম্যান্সেও। ম্যাচজুড়ে আক্রমণে দাপট দেখাল ইংল্যান্ড। সেই তুলনায় খুব বেশি গোল না পেলেও প্রত্যাশিত জয় ঠিকই তুলে নিল টমাস টুখেলের দল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ জয়ের ধারা ধরে রাখল সাবেক চ্যাম্পিয়নরা। ভিলা পার্কে শনিবার ফিফা র্যাঙ্কিংয়ের ১৭৪ নম্বর দল অ্যান্ডোরার বিপক্ষে চার নম্বরের ইংল্যান্ড জিতল ২-০ গোলে। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ডেকলান রাইস। চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সবগুলো হেরে সবার নিচে অ্যান্ডোরা। অ্যান্ডোরার বিপক্ষে সব মিলিয়ে আট ম্যাচের সবকটিই জিতল ইংল্যান্ড। মোট ২৮ গোল করার বিপরীতে নিজেরা একটিও হজম করেনি তারা। বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ড অপরাজিত রইল এই নিয়ে টানা ৩৫ ম্যাচে (২৭ জয়, ৮ ড্র)। তাদের...