ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শনিবার থেকে শুরু হয়েছে 'গুরু-শিষ্য: শিষ্য-গুরু' শিরোনামে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। এতে প্রগতি চাকমা, অমিত নন্দী, জাহাঙ্গীর আলম ও মলয় বালার ৫৪টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীর তত্ত্বাবধান করেছেন মিখাইল ইদ্রিস। প্রদর্শনীতে প্রতিফলিত হয়েছে গুরু-শিষ্য পরম্পরার আধ্যাত্মিক বন্ধন, বাঙালির শিল্প-সংস্কৃতির চিরন্তন সৌন্দর্য এবং প্রকৃতি ও মানবিক ঐক্যের অনন্ত ছন্দ। আয়োজকরা বলছেন, "এটি নিছক প্রদর্শনী নয়, এ এক সাহিত্যরঞ্জিত শিল্পযাত্রা, যেখানে প্রাচীন ও সমকালীন, আধ্যাত্মিক ও জাগতিক, ব্যক্তিগত ও সামষ্টিক সকল অভিজ্ঞতা মিলেমিশে রচিত হয়েছে শিল্পের এক অনন্ত মহাস্রোত।" শিল্পী মলয় বালার ল্যান্ডস্কেপ সিরিজের কয়েকটি কাজের শিরোনাম হলো ‘গোধূলির গ্রাম’, ‘আখখেত’, ‘চাঁদের আলোয় ঘুমন্ত গ্রাম’। এসব শিল্পকর্ম শিল্পীর গ্রামের শৈশবের স্মৃতি জাগানিয়া অনুভূতি-তাড়িত। শিল্পীর ভাষ্য "এগুলো আলোকচিত্রনির্ভর নয়—শিল্পীর ধ্যান এবং কল্পনার নির্যাস।" জাহাঙ্গীর আলমের শিল্পকর্মে ষড়ঋতুর প্রকৃতির...