বান্দরবান পুলিশ লাইনের ভবনের ছাদ থেকে লাফ দিয়ে রাশেদুল (২৮) নামে এক পুলিশ সদস্য আত্নহত্যার চেষ্টা চালিয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।আত্নহত্যার চেষ্টাকারী পুলিশ সদস্য রাশেদুলের বাড়ী জামাল পুর জেলায় বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সদস্য রাশেদুল পুলিশ লাইনে কর্মরত থাকা অবস্থায় সকলের চোখ ফাঁকি দিয়ে সন্ধ্যায় পুলিশ লাইনের দ্বিতল ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্নহত্যার চেষ্টা চালায়। এতে তার দুই পায়ের গোড়ালী ভেঙ্গে চুরমার হয়ে যায়। ঘটনা জানতে পেরে অন্যান্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের পাঠায়।এসময় তার পায়ের গুরুতর যখম বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।এব্যপারে বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপর (ক্রাইম) আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আত্নহত্যার চেষ্টাকারী পুলিশ সদস্য গত মে মাসে বান্দরবানে...