ছিনতাইয়ের পুরো দৃশ্য একটি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়েছে। এরই মধ্যে এই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যোগাযোগ করা হলে রাত ১০টার দিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিকুল আহমেদ প্রথম আলোকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসি ক্যামেরার ফুটেজ তাঁদের নজরে এসেছে। ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলমান আছে। ওসি জানান, এরই মধ্যে ভুক্তভোগী ব্যক্তি থানায় এসেছেন। তিনি ঘটনার বর্ণনা দিয়ে এজাহার লিখছেন। এজাহার দায়ের করলে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। ভুক্তভোগী ব্যক্তির পরিচয় সম্পর্কে ওসি কিছু জানাননি। এর আগেও বিভিন্ন সময় মোহাম্মদপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই-চাঁদাবাজির ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ৭ আগস্ট বিকেলে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান পাঁচ নম্বর সড়কে তিন যুবক চাপাতি হাতে এক সাইকেল আরোহীর গতিরোধ করে ৪১...