মাদ্রাসাকে নিয়ে কটূক্তির ঘটনায় জশনে জুলুসের সমর্থিত মুসুল্লি ও কওমি জনতার সংঘর্ষের পর চট্টগ্রামের হাটহাজারি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টায় হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাটহাজারি পৌরসভা মীরেরহাট থেকে এগারো মাইল এবং উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ৬ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এই বিষয়ে হাটহাজারি উপজেলা...