দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং যুক্তরাষ্ট্রে ‘হুন্দাই মোটর-এলজি’ গাড়ির ব্যাটারি তৈরির কারখানায় মার্কিন অভিবাসন সংস্থার অভিযানে দেশটির কয়েকশ নাগরিকের গ্রেপ্তারের ঘটনার বিষয়ে সাড়া দিতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকার জর্জিয়া রাজ্যের সাভানা শহরের কাছে অবস্থিত এই কারখানায় প্রায় ৪৭৫ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ৩০০ জনেরও বেশি দক্ষিণ কোরিয়ার নাগরিক। এটি ছিল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের শাখা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কোনো একক স্থানে পরিচালিত সবচেয়ে বড় অভিযান। খবর আলজাজিরার। দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন শনিবার (৬ সেপ্টেম্বর) বলেছেন, প্রেসিডেন্ট লি জে-মিয়ং কর্মকর্তাদের দ্রুত বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, দক্ষিণ কোরিয়ার নাগরিকদের অধিকার, স্বার্থ এবং যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলির...