আট বছর বয়সী নাতি ফারুককে নিয়ে কেনাকাটা করতে বাজারে আসেন দাদা আব্দুল লতিফ। বাজারে আসতেই নাতি ফারুকের বায়না বিস্কুট কেনার। দাদাও নাতির বায়না পূরণে রাস্তা পার হয়ে একটি দোকান থেকে নাতিকে বিস্কুট কিনে দেন। বিস্কুট কেনার আনন্দে দাদার হাত ফসকে দৌঁড় দেয় নাতি। দৌঁড়ে ফের রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় প্রাণ যায় নাতি ফারুকের। আজ (৬ সেপ্টেম্বর) শনিবার বিকালে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের কৃষি বাজারে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাতি ফারুকের বাড়ি উপজেলার সরিষা ইউনিয়নের নিজ সরিষা গ্রামে। সে একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ফারুকের বাবা-মা ঢাকায় একটি বেসরকারি কোম্পানি চাকরি করে। দাদা আব্দুল লতিফেই নাতি ফারুকের দেখবাল করেন। শনিবার বিকালে...