রাজনৈতিক নেতা নয়, সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তাও নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এলাকার সাধারণ কৃষক। বাংলাদেশের প্রেক্ষাপটে যা হয়তো কেবল গল্প বা উপন্যাসেই শোনার মতো বিষয়। কিন্তু এবার সেটিই বাস্তবে ঘটলো গাজীপুর-৪, কাপাসিয়া আসনের মানুষের সামনে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রানীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন মাঠে এ প্রদর্শনী হয়। তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা ভিত্তিক প্রামাণ্যচিত্র কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনীতে প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসনে বসেন এলাকার কৃষকরা। অনুষ্ঠানে একে একে বেশ কয়েকজন কৃষক তাদের বাস্তব অভিজ্ঞতা, জীবনের সংকট, সম্ভাবনা ও সংগ্রামের কথা তুলে ধরেন। প্রামাণ্যচিত্রকে ঘিরে তারা জানান হৃদয়ছোঁয়া প্রতিক্রিয়া। প্রামাণ্যচিত্রে ফুটে উঠেছে কৃষকের জীবনের কঠিন বাস্তবতা, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং রাষ্ট্রীয় অবহেলার ছবি। তুলে ধরা হয়েছে,...