‘স্কুল শুধুমাত্র জ্ঞান অর্জনের প্রতিষ্ঠান নয়, নীতি-নৈতিকতা শেখারও প্রতিষ্ঠান’ মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর সি আর আবরার। তিনি বলেন, জীবনের সব সিদ্ধান্ত নীতি-নৈতিকতার আলোকে নিতে হবে। জীবনে অনেক সময় অনেক প্রলোভন আসবে। কিন্তু সেই প্রলোভনের কাছে আত্মসমর্পণ না করে মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে হবে। সচেতন ও আত্মসম্মানজনক নাগরিক হওয়ার চেষ্টা সবসময় থাকতে হবে। এটাই আমার প্রত্যাশা। শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পুরান ঢাকার সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী ফোর্থ ন্যাশনাল ইকো কার্নিভালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সি আর আবরার বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমরা যোগ্য নাগরিক হিসেবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে। জুলাইয়ে যে আন্দোলন ও গণঅভ্যুত্থান হয়েছে, নতুন করে আমরা যে শপথ...