জিম্বাবুয়ে সফরে টানা তিন জয়ের পর বড় হোঁচট খেয়েছে শ্রীলংকা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে চতুর্থ ম্যাচে এসেছে পরাজয় দেখেছে তারা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে মাত্র ৮০ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। জবাবে ৩৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সিকান্দার রাজার দল। এর আগে ঘরের মাঠে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলংকার কাছে ধবলধোলাই হয় জিম্বাবুয়ে। পরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ফল পক্ষে আসেনি স্বাগতিকদের। তবে সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ (শনিবার) বড় চমক উপহার দিয়েছে তারা। এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় জিম্বাবুয়ে। লংকানদের অল্প রানে গুটিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রাজা। ১১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। দলীয় ৪ রানে শ্রীলংকার প্রথম উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি।...