চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নাম লাল রং দিয়ে কেটে দিয়ে ‘নিয়োগ-বাণিজ্যের জমিদার’ ভবন লিখে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা তিনটার দিকে পূর্বঘোষিত ‘দেয়াললিখন এবং গানে ও কবিতায় প্রতিবাদ’ কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবনের ওই নাম লেখা হয়। এ সময় সহকারী প্রক্টর অধ্যাপক মো. কোরবান আলী শিক্ষার্থীদের বাধা ও হুমকি দেন বলে অভিযোগ। এদিকে বিকেল পাঁচটার দিকে প্রশাসনিক ভবনের পরিবর্তিত নাম লেখা ওই ছবি তুলছিলেন দুই ছাত্রী। তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইয়াহ্ইয়া আখতার সেখানে উপস্থিত হয়ে তাঁদের পরিচয় জানার পর অভিভাবক ডাকার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় গতকাল শুক্রবার ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে সংবাদ সম্মেলন করে সাত দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবির মধ্যে ছিল আহতদের মানসম্মত চিকিৎসার নিশ্চয়তা, ক্যাম্পাসে নিরাপদ আবাসনের ব্যবস্থা, হামলার ভিডিও প্রকাশকারীদের নিরাপত্তা...