সরকার শুধু বিবৃতি দিচ্ছে, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিবৃতি বাদ দিয়ে অ্যাকশন নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের কুলি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ আহ্বায়ক জানান সারোয়ার তুষার।তিনি বলেন, ‘জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা হচ্ছে। এতে দেশে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে।’সারোয়ার তুষার আরও বলেন, ‘বিএনপিকেও এখন প্রমাণ করতে হবে, তারা জাতীয় পার্টিকে চায় কি না। কারণ, গত ১৫ বছর নির্যাতনের সময় জাতীয় পার্টি আওয়ামী লীগের সব অপকর্মের বৈধতা দিয়েছে।’এনসিপির যুগ্ম আহ্বায়ক অভিযোগ করে বলেন, ‘জাতীয় পার্টির নেতাদের প্রত্যেকেই দুর্নীতিবাজ। সরকারের উচিত তাদের সম্পদ ক্রোক করে বিচারের আওতায় আনা। আর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হলে ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে।’গত ১৫...