আসন্ন জাকসু নির্বাচনের গঠনতন্ত্র অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় সম্প্রীতির ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায় জনকে ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। ওই বিজ্ঞাপ্তিকে অবৈধ ও নিয়মবহির্ভূত বলে দাবি করেছে প্যানেলের সদস্যরা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তারা। নির্বাচনের কমিশনের দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থী অমর্ত্য রায় জন, আ ফ ম কামালউদ্দিন হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর গঠনতন্ত্রের ৪, ৩৮ ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা হতে তার নাম প্রত্যাহার করা হলো। জাকসুর গঠনতন্ত্রের ৪...