চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েম স্থানীয়দের হামলায় গুরুতর আহত হওয়ার সাত দিন পর জ্ঞান ফিরে পেয়েছেন। তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে এবং তিনি মা-বাবার সঙ্গে কথাও বলেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ইমতিয়াজের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “আজ মেডিকেল বোর্ড বসে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। খোলার পর ইমতিয়াজ ভালো রেসপন্স করছে। সে তার বাবা-মা ও ভাইকে চিনতে পেরেছে এবং তাদের সঙ্গে...