ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা দিয়েছে ছাত্রদল। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।আরো পড়ুন:‘পণ্যের মতো মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান বিক্রি করা হচ্ছে’কয়েকটি ফেসবুক পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন ‘পণ্যের মতো মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান বিক্রি করা হচ্ছে’ কয়েকটি ফেসবুক পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত প্রতিটি হল শাখার নেতাকর্মীরা অংশ নেবেন। ডাকসু নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো ধরনের সেবামূলক কার্যক্রম, উপঢৌকন বিতরণ, আপ্যায়ন বা...