চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রসাকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাত ১০টা থেকে রোববার বিকাল ৩টা পর্যন্ত হাটহাজারী সদর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার ফাহমুন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। হাটহাজারী বড় মাদ্রাসাকে নিয়ে আরিয়ান ইব্রাহীম নামের ফেইসবুকে আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। পরে এটি ফেইসবুকে ছড়িয়ে পড়লে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা সন্ধ্যায় বিক্ষোভ করেন। এতে হাটহাজারী সদরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। হাটহাজারী সার্কেলের এডিশনাল এসপি তারেক আজিজ...