০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পিএম সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিগত ১৫ বছরে দেশে অন্যায় অনাচার, অবিচার অপশাসন প্রতিষ্টিত ছিল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ১৫ বছর চিকিৎসা সেবা গ্রহন করতে দেয়া হয়নি, তাঁকে দুঃসহ জীবন যাপন করতে হয়েছে। গণতন্ত্র ও সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্টায় আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীরা জীবন উৎসর্গ করেছে, অনেকেই আহত ও পঙ্গুত্ব বরণ করেছে। ২৪শের গণঅভ্যুত্থানে আমাদের ভাই, ভাতিজা, সন্তানরা জীবন বিলিয়ে দিয়েছে। আজ ১বছর ধরে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ হয়েছে। আজ আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমরা আমাদের অবস্থান থেকে নতুন বাংলাদেশের জন্য কাজ করে যেতে হবে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী বাংলাদেশ...