০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পিএম চলতি সপ্তাহে বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এটা যে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পারে তা অপ্রত্যাশিতই ছিল। প্রেসিডেন্ট পুতিনের তরফে ম্যান্ডারিন ভাষায় কথা বলা একজন অনুবাদক শি জিনপিংকে এই বিষয়ে বলতে শোনা যায়। তিনি বলছিলেন, কীভাবে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ বারবার প্রতিস্থাপন করা যেতে পারে "যাতে বয়স হওয়া সত্ত্বেও মানুষ আরও তরুণ থাকতে পারে।" শুধু তাই নয়, "অনির্দিষ্টকালের জন্য" বার্ধক্যকেও ঠেকিয়ে রাখা যায় –– এটাও উঠে আসে আলাপে। তাকে এও বলতে শোনা যায়, "ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যে এই শতাব্দীতে ১৫০ বছর অব্দি বেঁচে থাকা সম্ভব"। দু'জনের হাসি দেখে বোঝা যায় যে এটা হয়তো কিছুটা ঠাট্টাই ছিল, কিন্তু তাদের এই আলোচনার নেপথ্যে...