রাজধানীর জিগাতলা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্প। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রনি মিয়া। এদিন রাতে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন গ্রেপ্তারের তথ্য জানান। তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ডিএমপির ধানমন্ডি মডেল থানাধীন জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ রনি নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য তিন লাখ টাকা। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ...