বিবৃতি বাদ দিয়ে সরকারকে অ্যাকশন নেওয়ার দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, সরকার শুধু বিবৃতি দেয়, কোনো অ্যাকশন নেয় না। আপনাদের কাজ হচ্ছে অ্যাকশন নেওয়া। আমরা সরকারকে বলতে চাই বিবৃতি থেকে বের হয়ে আসেন।শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকায় জেলা কুলি-শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।সারোয়ার তুষার বলেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে। ঢাকায় ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। সরকার ও তার গোয়েন্দা বাহিনী কি করছে। ঢাকা শহরের হাতিরপুল, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের অপকর্ম করার প্রস্তুতি নিচ্ছে। সেখানে অনেক ধরনের ইনভেস্টমেন্ট হয়েছে।তিনি আরও বলেন, যারা জাতীয় পার্টিকে ধরে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করছে, তারা বাংলাদেশে নির্বাচন চায় না। তারা দেশে গৃহযুদ্ধ বাঁধাতে...