এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আজিজ জানান, সকালে হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে জশনে জুলুসে আসা গাড়ি লক্ষ্য করে পানি ছুঁড়ে মারার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদ্রাসাকে উদ্দেশ্য করে অশালীন পোস্ট দেওয়ার অভিযোগে তোলে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা। রাত আটটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জুলুস থেকে ফেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারেক আজিজ আরও জানান, একপক্ষ হাটহাজারী মাদ্রাসার সামনে এবং আরেকপক্ষ শেরে বাংলা মাজারের সামনে অবস্থান নিয়ে মিছিল করে। এতে এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এই পুলিশ কর্মকর্তা জানান, ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন পোস্ট দেওয়া ব্যক্তিকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখনও থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেহাটহাজারীর মীরের হাট...