খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) উদ্যোগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ মেলার আয়োজিন করা হয়।আরো পড়ুন:কুবির সাবেক রেজিস্ট্রারকে চাকরি থেকে বরখাস্তবরাদ্দের ১০ দিনের মধ্যে সরকারি চাকরিজীবীদের বাসা ‘দখলে’ নিতে হবে বরাদ্দের ১০ দিনের মধ্যে সরকারি চাকরিজীবীদের বাসা ‘দখলে’ নিতে হবে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও কারিকুলাম উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হলে তারা পড়াশোনা, গবেষণা ও কর্মক্ষেত্র—সব জায়গায় সফলতা অর্জন করতে পারবে। তিনি আশা প্রকাশ করে আরো বলেন, “ভবিষ্যতেও অ্যালামনাইদের উদ্যোগে আয়োজিত চাকরি মেলা শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে।” এতে বিশেষ অতিথি ছিলেন,...