ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাচন কমিশনের ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র সংসদের জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদার। কমিশনের বিরুদ্ধে ‘আচরণবিধি লঙ্ঘন হলেও ব্যবস্থা না নেওয়া’, ‘দুজনকে ভিপি-জিএস বানানোর কৌশল নেওয়া’ ও ‘ভোটে নারী শিক্ষার্থীদের নিরুৎসাহিত করা হচ্ছে’ বলে অভিযোগ করছেন তিনি। শনিবার বিকালে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের আশঙ্কা ৯ সেপ্টেম্বর ঘিরে। নির্বাচন কমিশন ইতোমধ্যেই তাদের নিরপেক্ষতা হারিয়েছে। কারণ এখন পর্যন্ত যারাই আচরণবিধি লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। “উনারা ৯ সেপ্টেম্বরে কোনো ‘কৌশলের’ অংশ হন কিনা সে প্রশ্ন সবার মনে উঠেছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যাদের বানানো হয়েছে, তারা নির্দিষ্ট একজনকে ভিপি বানাতে কাজ করছে। এছাড়া নির্দিষ্ট একজনকে জিএস বানাতে পরিকল্পনা চলছে।” “তবে আশা করি তাদের পরিকল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো পূরণ হতে দিবে না। আমরা...