টাঙ্গুয়ার হাওরে অনিয়ন্ত্রিত ট্যুরিজম ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আনতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গুয়ার হাওর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, টাঙ্গুয়ার হাওরে যারা ঘুরতে আসেন, তাদের দায়িত্বজ্ঞানহীন চলাফেরা থেকে সতর্ক থাকতে হবে। অনেকেই হাওরে ঘুরতে এসে চিপস খাচ্ছেন। সেই চিপসের প্যাকেটটা আবার হাওরের স্বচ্ছ পানিতে ফেলছেন। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। তিনি বলেন, বড় বড় হাউজ বোটগুলো অবাধে হাওরে চলাচল...