জাতীয় পার্টিকে বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অংশ ও সহযোগী আখ্যা দিয়ে দলটির বিচার দাবি করেছে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র জোট গণতন্ত্র মঞ্চ। তবে একই সঙ্গে জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনারও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছয়দলীয় এই জোট।শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক জরুরি সভায় এই দাবি এবং নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সম্পাদকমন্ডলির সদস্য বাচ্চু ভূঁইয়া, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, মুখপাত্র মোঃ...