দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা–দাউদপুর গ্রামের ইজিবাইক ও ভ্যানচালকরা এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে অন্ধকারে মুঠোফোন ও ইজিবাইকের আলো জ্বেলে ১২ থেকে ১৩ জন ভ্যান ও ইজিবাইক চালক হাতে কোদাল তুলে নেমে পড়েন কাঁচা রাস্তা সংস্কারে। কেউ গর্ত ভরাট করছেন, কেউ খাটিয়ার সাহায্যে মাটি সমান করছেন। পথচারীরা তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান।আরো পড়ুন:বেহাল সড়কে চরম ভোগান্তিসড়ক যেন চষা ক্ষেত স্থানীয়রা জানান, কাটলা–দাউদপুর গ্রামের প্রায় ২ কিলোমিটার দীর্ঘ ও ১০ ফুট প্রশস্ত এই রাস্তা দিয়ে প্রতিদিন ৫ থেকে ৬ হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না করায় বর্ষাকালে রাস্তাটি কাদা ও গর্তে ভরে যায়। এতে ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, বাজারে যাতায়াতসহ সাধারণ মানুষের ভোগান্তির...