নব্বই দশকের প্রিয় শিল্পীদের কণ্ঠে ফেলে আসা দিনের গান ও গল্প নিয়ে শুরু হচ্ছে গানের অনুষ্ঠান ‘নাইনটিজ মিউজিক স্টোরি’। মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে এই অনুষ্ঠান। বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, প্রতি শনিবার রাত ১২টায় প্রচার হবে ‘নাইনটিজ মিউজিক স্টোরি’। নব্বই দশকের গোড়ায় ‘সাডেন’ ব্যান্ডের মধ্য দিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে যাত্রা হয় আগুনের। পরবর্তীতে সিনেমায় প্লেব্যাকের জনপ্রিয় শিল্পী হয়ে ওঠেন তিনি। অনুষ্ঠানে সে সময়কার অনেক স্মৃতিকথা শুনিয়েছেন আগুন। অনুষ্ঠানে বাবা প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক খান আতাউর রহমান এবং প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর কথা বলতে গিয়ে অঝোরে কেঁদেছেন আগুন। হুমায়ূন আহমেদের সিনেমায় গান করতে গিয়ে অন্যরকম এক অভিজ্ঞতা হয়েছিল আগুনের, সেই গল্পও করেছেন তিনি। পাশাপাশি বলেছেন তার জনপ্রিয় গান ‘আমার স্বপ্নগুলো’ সৃষ্টির গল্প। একই দিনে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। সালমান শাহ ছিলেন আগুনের বন্ধু। ১৯৯২...