মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক শক্তি হিসেবে জায়নবাদী শাসন বহু দশক ধরে নিরাপত্তা হুমকি মোকাবিলা ও নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। এর মধ্যে একটি কৌশল ছিল ‘মোয়িং দ্য গ্রাস’ বা ‘ঘাস কাটা” মডেল। এই পদ্ধতির মাধ্যমে তারা সীমিত ও পর্যায়ক্রমিক সামরিক অভিযান চালিয়ে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করত। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ‘আল-আকসা ফ্লাড’ অভিযানের আগে পর্যন্ত এই কৌশল কার্যকর ছিল। এর উদ্দেশ্য ছিল আল-কুদস শাসনের স্বার্থ রক্ষার জন্য বর্তমান অবস্থা বজায় রাখা। তবে ওই তারিখের পরবর্তী ঘটনাবলি ইঙ্গিত করছে যে জায়নবাদী শাসনের পররাষ্ট্রনীতিতে একটি মৌলিক পরিবর্তন এসেছে—‘সংযম’ কৌশল থেকে সরে গিয়ে তারা ‘সম্পূর্ণ বিজয়’ নীতি গ্রহণ করেছে এবং আঞ্চলিক কাঠামো নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে। ‘ঘাস কাটা’ মডেলটি জায়নবাদী সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে জনপ্রিয় ছিল।...