জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের সহসভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর জিএস প্রার্থী মেঘমল্লার বসু।শনিবার (৬ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।ওই পোস্টে মেঘ বলেন, ‘জাকসুতে সম্প্রীতি ঐক্য প্যানেলের সহসভাপতি প্রার্থী কমরেড অমর্ত্য রায়ের প্রার্থিতা ফেরত দিতে হবে। ছাত্রসমাজ অভ্যুত্থান করে এসেছে, নীলনকশা আমরা চিনি।’এর আগে নিয়মিত ছাত্রত্ব না থাকায় জাকসু নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাবেক সভাপতি ও ৪৭ ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করেছে জাকসু নির্বাচন কমিশন।জাকসুর এক ভিপি প্রার্থীর প্রার্থিতা বাতিলশনিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থী অমর্ত্য...