ঢাকার টঙ্গী থেকে ‘কেটামিন' নামের প্রায় সাড়ে ছয় কেজি মাদক জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, চালানটি বিশেষ পদ্ধতিতে ইটালিতে পাচারের চেষ্টা করা হয়েছিল। শনিবার রাতে পাঠানো বার্তায় সংস্থাটি বলছে, ইতালিতে পাচারকালে তোয়ালের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬ দশমিক ৪৪ কেজি কেটামিন জব্দ করা হয়। এ ঘটনায় চাঁদপুর ও ফরিদপুর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও পরিচয় এবং মাদক জব্দের অভিযানের বিস্তারিত তথ্য না দিয়ে বার্তায় বলা হয়েছে, এ বিষয়ে রোববার সংবাদ সম্মেলনে বিস্তারিত বলা হবে। সাদা তোয়ালের মধ্যে মিশিয়ে তা ইতালিতে পাচারের চেষ্টা চলছিল বলে এক কর্মকর্তা বলেন।...