মায়ের কোলে চুপচাপ বসে চারদিকে তাকাচ্ছিল সাত বছরের শিশু রানা। জন্ম থেকেই সে লড়ছে এক বিরল রোগ অক্সিপিটাল এনকেফালোসিল-এর সঙ্গে। মাথার খুলি ভেদ করে মস্তিষ্কের একটি অংশ বাইরে বেরিয়ে এসেছে। এই রোগের চিকিৎসা জটিল, দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল। বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চলছে তার চিকিৎসা। এই কঠিন সময়ে রানার পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতি ও প্রয়োজনীয়তার খোঁজ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন ড্যাবের কোষাধ্যক্ষ ডা. এজেডএম সাইফউদ্দিন বাবু, আপ্যায়নবিষয়ক সম্পাদক ডা. কাজী শাহাবুলবুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের ড্যাব কার্যকরী সদস্য ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল মতিন। এছাড়া...